ঢাকা বুধবার, ১৩ই আগস্ট ২০২৫, ৩০শে শ্রাবণ ১৪৩২


নতুন কারিকুলামে মুখস্থ নির্ভরতা কমে যাবে : শিক্ষামন্ত্রী


১২ অক্টোবর ২০২২ ০৮:২১

নতুন কারিকুলামে শিক্ষার্থীদের মুখস্থ নির্ভরতা কমে যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, একজন শিক্ষার্থীকে মানুষ করতে যে বোধগুলো দরকার, তা নতুন কারিকুলামে রয়েছে। নতুন কারিকুলামে শিক্ষার্থীদের মুখস্ত প্রবণতা কমে যাবে।

মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নতুন কারিকুলাম তৈরি হয়েছে। বর্তমানে ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণিতে সেটি পাইলটিং (পরীক্ষামূলক) চলছে।

তিনি আরও বলেন, নতুন কারিকুলামের জন্য চার লাখ শিক্ষককে প্রশিক্ষণ দিতে হবে। আমরা শুরু করছি, সেটিকে এখন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে।