ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


কিয়েভে জার্মান দূতাবাসে রাশিয়ার বিমান হামলা


১১ অক্টোবর ২০২২ ০৪:৩৭

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত জার্মান দূতাবাসে হামলা চালালো রাশিয়া। জার্মান পররাষ্ট্র মন্ত্রনালয় জানিয়েছে, সোমবার (১০ অক্টোবর) চালানো হয় এই হামলা। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কারণ, ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ভবনটি ছিল খালি অবস্থায়।

ক্রাইমিয়ার সেতুতে বিস্ফারণের দু’দিন পর ইউক্রেনের রাজধানীতে তীব্র হামলা চালিয়ে জবাব দিচ্ছে রাশিয়া। সোমবার দফায় দফায় বিস্ফোরণে প্রকম্পিত হয় কিয়েভ। খারকিভ, জাপোরিঝিয়া, নিপ্রোসহ অন্তত ১০ অঞ্চলে চলে রুশ বাহিনীর তাণ্ডব। মিসাইল হামলায় উড়ে গেছে কিয়েভের জনপ্রিয় ক্লিচকো ব্রিজ। এ প্রসঙ্গে ইউক্রেনের অভিযোগ, কয়েক ঘণ্টার ব্যবধানে ৮৩টি মিসাইল ছুড়েছে রুশ বাহিনী। এ পর্যন্ত আট জনের মৃত্যু ও ২৪ জন আহতের খবর নিশ্চিত করেছে কিয়েভ। তবে হতাহতের সংখ্যা আরও বহু বলে ধারণা করা হচ্ছে।