ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


আ.লীগ সবসময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে : প্রধানমন্ত্রী


১১ অক্টোবর ২০২২ ০০:৪৯

আওয়ামী লীগ সবসময় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং জনগণের সমর্থন নিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মধুমতি সেতু এবং নারায়ণগঞ্জে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস হলো আওয়ামী লীগ সবসময়ই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে এবং জনগণের সমর্থন নিয়ে দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে দ্বিতীয় দফায় যখন সরকারে আসি, তখন থেকে এ পর্যন্ত আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। জনগণের সেবায় আত্মনিয়োগ করেছি।’