ঢাকা রবিবার, ১৩ই জুলাই ২০২৫, ৩০শে আষাঢ় ১৪৩২


শিল্পী সমরজিৎ রায়কে শ্রদ্ধা ও ভালোবাসায় শেষবিদায়


১১ অক্টোবর ২০২২ ০০:৩১

একুশে পদকপ্রাপ্ত বর্ষিয়ান চিত্রশিল্পী সমরজিৎ রায় চৌধুরীকে শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানানো হয়।

সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শিল্পীর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হয়।

সেখানে তার মৃতদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ কমিটি - বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় কবিতা পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ, ঢাকা আর্ট কলেজ, বেঙ্গল ফাউন্ডেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ ছাত্রলীগ।

এরপর বেলা সাড়ে ১১টায় সমরজিৎ রায় চৌধুরীর মৃতদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে গেলে সেখানে বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কেন্দ্রীয় খেলাঘর আসন, জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ মিনার থেকে বেলা সাড়ে ১২টায় সমরজিৎ রায়ের মৃতদেহ সবুজবাগ কালীবাড়ি মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন করার জন্য নিয়ে যাওয়া হয়৷

এর আগে গতকাল রবিবার রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে শিল্পীর মৃত্যু হয়।