ঢাকা সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


ভারতকে ৯ রানে হারালো দক্ষিণ আফ্রিকা


৭ অক্টোবর ২০২২ ১১:৩৯

শেষ টি-টোয়েন্টি ম্যাচটা জিতে হোয়াইটওয়াশ হওয়া এড়িয়েছিল দক্ষিণ আফ্রিকা। বড় জয়ের ধারাবাহিকতা ওয়ানডে সিরিজেও ধরে রাখলো সফরকারী প্রোটিয়ারা। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটিতে হলো শ্বাসরুদ্ধকর এক লড়াই। অবশেষে স্বাগতিক ভারতকে ৯ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা।

লখনৌতে ম্যাচটি পরিণত হয়েছিল ৪০ ওভারের। টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠায় ভারত। ব্যাট করতে নেমে হেনরিক্স ক্লাসেন এবং ডেভিড মিলার। এই দু’জনের ব্যাটে ভর করে নির্ধারিত ৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৪ উইকেট হারিয়ে ২৪৯ রান। ৭৫ রানে ডেভিড মিলার এবং ৭৪ রানে অপরাজিত ছিলেন হেনরিক্স ক্লাসেন।

জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারাতে থাকে ভারত। শিখর ধাওয়ান এবং শুভমান গিল দ্রুত আউট হয়ে যান। এরপর ৩৭ বলে ৫০ রান করেন স্রেয়াশ আয়ার। ৬৩ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থেকে যান সাঞ্জু স্যামসন। শার্দুল ঠাকুর করেন ৩৩ রান।

শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৪০ রান করতে সক্ষম হয় ভারত এবং ৯ রানে হার মেনে মাঠ ছাড়ে ভারতীয়রা।