যুক্তরাষ্ট্র যেভাবে ট্রেনিং দিয়েছে, র্যাব সেভাবেই কাজ করছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, র্যাব সৃষ্টি তো যুক্তরাষ্ট্রের পরামর্শেই। যুক্তরাষ্ট্রই র্যাব সৃষ্টি করতে পরামর্শ দিয়েছে, তারাই ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে এমনকি ডিজিটাল সিকিউরিটি সিস্টেম সবই যুক্তরাষ্ট্রের দেওয়া। এখন যুক্তরাষ্ট্র যদি স্যাংশন (নিষেধাজ্ঞা) দেয় বা কোনো অভিযোগ আনে, তখন একটাই কথা, যেমন আপনারা ট্রেনিং দিয়েছেন তেমন কাজ করছে। এখানে আমাদের করার কী আছে? ট্রেনিং যদি একটু ভালো হতো, তাহলে একটা কথা ছিল।
