ঢাকা সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


আপাতত ৭০ টি বিহারি ক্যাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন নয়ঃ আপিল বিভাগ


২৮ সেপ্টেম্বর ২০২২ ০৪:৪১

সারাদেশের ৭০ টি বিহারি ক্যাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন ও প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রমের ওপর আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

মঙ্গলবার বিহারি ক্যাম্পের বিদ্যুৎ বিচ্ছিন ও প্রিপেইড মিটার স্থাপনের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর স্থিতাবস্থা চেয়ে বিহারি নেতা সাদাকাত খান ফাক্কুর করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আপিল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহীম। একইসঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে লিভ টু আপিল দায়ের করারও নির্দেশ দেন চেম্বার বিচারপতি।

আদালতে বিহারিদের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও এডভোকেট অন রেকর্ড সুদন কুমার বনিক।

এর আগে গত ৩১ আগস্ট সারাদেশের ৭০ টি বিহারি ক্যাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন কার্যক্রমের বিরুদ্ধে বিহারিদের সংগঠন ইউএসপিওয়াইআরএম এর সভাপতি সাদকাত খান ফাক্কু, ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা আশরাফুল হক বাবুসহ ৪ বিহারি নেতার করা রিট আবেদন খারিজ করে ১ মাসের মধ্যে প্রতিটি বিহারি ক্যাম্পে প্রিপেইড মিটার স্থাপন করার রায় ঘোষণা করে হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ।