ঢাকা সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানো হয়েছে: মির্জা ফখরুল


২২ সেপ্টেম্বর ২০২২ ০০:১৬

দেশে কোনো সরকার ও শাসন নেই; দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানো হয়েছে; এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। বলেন, ব্যক্তিগত তথ্য সংগ্রহের নামে বিএনপির নেতা কর্মীদের হয়রানি করছে পুলিশ। নেতাকর্মীদের ভয়ভীতি দেখাতেই এই ধরনের কার্যক্রম করছে পুলিশ। দেশের কোনো আইন এই ধরনের কার্যক্রম সমর্থন করে না। এটা সংবিধানের লংঘন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

বিএনপি এই অবস্থার অবসান চায় বলে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে হয়রানি বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।