ঢাকা সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


করোনায় এক দিনে ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬ শতাধিক


২১ সেপ্টেম্বর ২০২২ ০৪:২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ভাইরাসটিতে প্রাণ গেল ২৯ হাজার ৩৪৫ জনের।

মারা যাওয়া ৫ জনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের দুইজন এবং চট্টগাম, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের একজন করে মারা যায় ।এর আগে সর্বশেষ গত ২৭ জুলাই করোনায় ৫ জনের মৃত্যু হয়।

একদিনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬১৪ জনের শরীরে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৮ হাজার ৮২৯ জনে।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।