ঢাকা সোমবার, ১৪ই জুলাই ২০২৫, ৩১শে আষাঢ় ১৪৩২


পোশাকশ্রমিকদের রেশন দেওয়া উচিত: বাণিজ্যমন্ত্রী


২০ সেপ্টেম্বর ২০২২ ২৩:৫০

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবির সঙ্গে একমত প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

একইসঙ্গে তিনি বলেছেন, শ্রমিকদের রেশন দেওয়া উচিত।

শিগগিরই তিনি খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাদের রেশন দেওয়ার চেষ্টা করবেন।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ‘জীবন-যাপন উপযোগী মজুরি, নিরাপদ কর্মস্থল ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার কর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গার্মেন্টস শ্রমিকদের জন্য একটা মজুরি বোর্ড গঠনের দাবি উঠেছে। সেটার সঙ্গে আমি একমত। পাশাপাশি শ্রমিকদের রেশন দেওয়া উচিত, তাতে করে এই কষ্টের সময়ে তারা যাতে চলতে পারেন। এ বিষয়ে আমি খাদ্য মন্ত্রণালয়ে কথা বলে শিগগিরই এটি বাস্তবায়নের চেষ্টা করব।

টিপু মুনশি বলেন, পোশাকশিল্পের সঙ্গে জড়িত থাকার ৪০ বছর হয়ে গেল। বলা হয়ে থাকে শ্রমিকের ঘামের দাম, শহীদের রক্তের চেয়েও পবিত্র। শ্রমিকদের বেতন, জীবনযাপনের খরচ নিয়ে আপনারা যে দাবি তুলেছেন, এটা অত্যন্ত যৌক্তিক। আমি এর সঙ্গে একমত।