ঢাকা বুধবার, ১৬ই জুলাই ২০২৫, ১লা শ্রাবণ ১৪৩২


যতদিন প্রয়োজন ততদিন খোলাবাজারে চাল-আটা বিক্রি হবে: খাদ্যমন্ত্রী


৭ সেপ্টেম্বর ২০২২ ০০:৩০

বাজার স্থিতিশীল রাখতে যতদিন প্রয়োজন হবে, ততদিন পর্যন্ত খোলাবাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি আরও বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী, বছরের পাঁচ মাস খাদ্যবান্ধব কমর্সূচিও চলবে।

মঙ্গলবার সচিবালয়ে খাদ্য পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওএমএস কার্যক্রমে চালের দাম প্রতি কেজি ৩০ টাকা ও আটা ১৮ টাকা। ২ হাজার ৩৬৩টি কেন্দ্রে ওএমএস কার্যক্রম চলে। এর মধ্যে শুধু চাল বিক্রি হয় এক হাজার ৯৬০টি কেন্দ্রে এবং চাল ও আটা বিক্রি হয় ৪০৩টি কেন্দ্রে। দুই হাজার ৩৬৩টি কেন্দ্রে দিনে চালের বরাদ্দ দেওয়া হয় ৪ হাজার ৮০১ টন এবং ৪০৩টি কেন্দ্রে দিনে আটার বরাদ্দ ২০১ দশমিক ৫ টন।

অন্যদিকে খাদ্যবান্ধব কর্মসূচিতে ৫০ লাখ ১০ হাজার ৫০৯টি পরিবারকে প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। এ কার্যক্রম সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর পর্যন্ত টানা চলবে। এর পর আবার মার্চ ও এপ্রিল মাসেও তা চলবে। সারা দেশে ১০ হাজার ১১০ ডিলারে মাধ্যমে এ কর্মসূচি চলে।

আজকের সংবাদ সম্মলেনে আরও উপস্থিত ছিলেন খাদ্যসচিব মো. ইসমাইল হোসেন। সংবাদ সম্মলেন মন্ত্রী ও সচিব বিদেশ থেকে চাল-গম আমদানির পরিস্থিতি তুলে ধরেন এবং দাম নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।