ঢাকা বুধবার, ১৬ই জুলাই ২০২৫, ১লা শ্রাবণ ১৪৩২


ভারত আমাদের বন্ধু : প্রধানমন্ত্রী


৬ সেপ্টেম্বর ২০২২ ২০:৩৫

ভারতকে “বন্ধু” আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের বলেন,আমি যখনই ভারতে আসি, এটা আমার জন্য আনন্দের। বিশেষ করে আমরা আমাদের মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা স্মরণ করি। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, আমরা একে অপরকে সহযোগিতা করছি।

ভারতে চারদিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করার পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আজ (মঙ্গলবার) বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য,২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেছিলেন। ২০১৫ সাল থেকে উভয় দেশের প্রধানমন্ত্রী ১২ বার বৈঠক করেছেন।

সূত্র : এএনআই, ইন্ডিয়ান এক্সপ্রেস