ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


রামগড়ে ছাত্রলীগ-বিএনপির কর্মসূচি, ১৪৪ ধারা জারি


২৯ আগস্ট ২০২২ ২২:৪৫

খাগড়াছড়ির রামগড়ে একই স্থানে এবং একই সময়ে বিএনপি ও ছাত্রলীগ পৃথক কর্মসূচির ডাক দেওয়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে সোমবার (২৯ আগস্ট) রামগড় পৌরসভার মাস্টারপাড়া থেকে পৌর ভবন ও তৎসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

রোববার (২৮ আগস্ট) রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত এক আদেশে ১৪৪ ধারা জারি করেন।

ব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও পুলিশের গুলিতে ভোলায় দুই নেতা হত্যার প্রতিবাদে সোমবার (২৯ আগস্ট) সোমবার খাগড়াছড়ির রামগড় সরকারি বিদ্যালয় সংলগ্ন স্মৃতিসৌধের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা দেয় উপজেলা বিএনপি। একই সময়ে একই স্থানে শোকাবহ আগস্ট মাস উপলক্ষে শোক র্যালি ও আলোচনা সভার কর্মসূচি ডাক দেয় উপজেলা ছাত্রলীগ।