ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


মিয়ানমারের মর্টারশেল এসে পড়লো বাংলাদেশে, সতর্ক বিজিবি


২৯ আগস্ট ২০২২ ০৪:৫৯

ছবি- সংগৃহিত

বান্দরবানের জনবসতিপূর্ণ এলাকা থেকে মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (২৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু উত্তরপাড়া জামে মসজিদ এলাকা থেকে মর্টারশেল দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, তুমব্রু উত্তরপাড়া সীমান্ত পিলার ৩৪-৩৫ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে উত্তর পাড়াবাসীর বসবাস। সেখানে একটি মসজিদও রয়েছে।এর বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে বিজিপির (মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী) তুমব্রু রাইট ক্যাম্প। সেখান থেকে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া একটি মর্টারশেলের গোলা তুমব্রু উত্তরপাড়া জামে মসজিদের পাশে এবং আরেকটি মর্টারশেল ওই এলাকার আনুমানিক ২০০ গজ পূর্বে জনবসতিপূর্ণ এলাকায় এসে পড়ে। তবে গোলা দুটি বিস্ফোরিত না হওয়ায় এতে কেউ হতাহত হননি বলে জানান স্থানীয়রা।

ঘুনধূম ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, গত দুই সপ্তাহ ধরে মিয়ানমার সেনাবাহিনী এলোমেলোভাবে বাংলাদেশের দিকে গোলা ছুড়ছে। আজ তুমব্রু উত্তরপাড়া জামে মসজিদের পাশে দুটি মর্টারশেল এসে পড়েছে। তবে এতে কেউ হতাহত হননি। প্রায় দুই সপ্তাহ ধরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান গোলাগুলির শব্দে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতংক বিরাজ করছে।

বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজিবিও সতর্ক অবস্থানে রয়েছে।