ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


ইভিএমের সিদ্ধান্ত আমাদের: সিইসি


২৫ আগস্ট ২০২২ ০৭:৩৫

ভোট সুষ্ঠুভাবে করতে ভোটাধিকার প্রয়োগের কথা বিবেচনায় নিয়ে ইভিএমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষে-বিপক্ষে মতামত থাকলেও তাদের বক্তব্য মূখ্য বিবেচনায় আসেনি বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২৪ আগস্ট) নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন সিইসি।

এ সময় কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইভিএমে যাওয়ার একটা বড় সিদ্ধান্ত আমাদের নিজেদের। ভোটটাকে রাজনৈতিক দল হ্যান্ডল করবে না, ভোটকে হ্যান্ডল করবে ইসি।’

তিনি আরও বলেন, আমাদের পাঁচ মাসের বেশি সময় হয়ে গেল। আমরা ইভিএম নিয়ে চটজলদি কোনো সিদ্ধান্ত নিইনি। পরীক্ষা-নিরিক্ষা করার পর, সবার মতামতের উপর বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় সহিংসতামুক্ত ভালোভাবে নির্বাচনেরও প্রত্যাশা করেন তিনি।

বিএনপির অংশগ্রহণ নিয়ে তিনি বলেন,তাদের অংশগ্রহণমূলক ভোট নিয়েও আগাম কোনো ‘ভবিষ্যতবাণী’ করা সম্ভব নয়। উনারা যদি আসেন...তখন বসে সিদ্ধান্ত নেবো।’