ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


বাংলাদেশকে তেল আমদানির প্রস্তাব দিয়েছে রাশিয়া


২৫ আগস্ট ২০২২ ০৭:১৮

বাংলাদেশকে অপরিশোধিত ও পরিশোধিত তেল আমদানির প্রস্তাব দিয়েছে রাশিয়া বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভি মান্টিটস্কি। তবে এ ক্ষেত্রে সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে।

এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

বুধবার (২৪ আগস্ট) ঢাকাস্থ রাশিয়ার দূতাবাসে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৬ মাস পূর্তিতে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ তথ্য জানান।

তিনি আরও জানান, বাংলাদেশের সঙ্গে রাশিয়া থেকে খাদ্য আমদানি ইস্যুতে আলোচনা চলছে। খাদ্য নিরাপত্তায় সহায়তা দেবে রাশিয়া। বৈশ্বিক খাদ্য সংকট মোকাবেলার জন্য ইউক্রেন থেকে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে রাশিয়া উদ্যোগ নিয়েছে।

বৈশ্বিক অর্থনৈতিক সংকটে রাশিয়ার কোনো দায় নেয় উল্লেখ করে তিনি বলেন, রাশিয়া কোনো ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়নি, বরং ইউরোপ ও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। যার ফলে বৈশ্বিক অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক সংকটে রাশিয়ার কোনো দায় নেয়। তাই এই সংকটে আপনারা রাশিয়াকে কোনো দোষ দিতে পারবেন না।