ঢাকা শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫, ৩রা শ্রাবণ ১৪৩২


ডিএসসিসি'র গণবিজ্ঞপ্তি ১লা সেপ্টেম্বর থেকে কার্যকর হবে : মেয়র তাপস


২৫ আগস্ট ২০২২ ০০:৫৩

ঢাকা মহানগরীর দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কোন প্রতিষ্ঠান কতক্ষণ খোলা থাকবে সে বিষয়ে প্রকাশিত গণ-বিজ্ঞপ্তিটি ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ জলে নূর তাপস।

বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাস রুট ফ্রাঞ্চাইজ পাইলট রুটের বাস থামার স্থান পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী,গলির মধ্যে ওষুধের দোকানগুলো রাত ১২টা পর্যন্ত খোলা থাকবে। আর হাসপাতাল সংলগ্ন ফার্মেসি খোলা থাকবে রাত ২টা পর্যন্ত।

এছাড়াও রাত ৮টায় দোকান, শপিংমল ও মার্কেট বন্ধ হবে। খাবারের দোকান বন্ধ হবে রাত ১০ টায়। রাত ১১টায় বন্ধ হবে রেস্টুরেন্ট থেকে খাবার সরবরাহ উল্লেখ করেন তিনি।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য কোন ধরনের প্রতিষ্ঠান কতক্ষণ খোলা রাখা যাবে, তা নির্ধারণ করে গত ২২ আগস্ট বিজ্ঞপ্তি দেয় ডিএসসিসি।