ঢাকা শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫, ৩রা শ্রাবণ ১৪৩২


‘বেসরকারি অফিসেরও সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে’


২৪ আগস্ট ২০২২ ২১:৩৩

বেসরকারি অফিসের সময় কমানোর বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, সরকারি অফিস বিকেল ৩টায় শেষ হবে। ব‌্যাংকগুলোও কর্মঘণ্টা কমিয়েছে। বেসরকারি খাতেও ব‌্যাংকের সাথে কাজ হয়, তাই তারাও সময় কমাতে পারে। এটা নিয়ে পরবর্তীতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বুধবার (২৪ আগস্ট) সকালে সচিবালয়ে নিজ অফিসে তিনি এসব কথা বলেন।

এর আগে গত ২২ আগস্ট জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি, স্বায়ত্তশাসিত এবং সরকারি অধীনস্ত অফিসের সময় কমিয়ে সকাল ৮টা থেকে শুরু বিকেল ৩টা পর্যন্ত করা হয়েছে।