ঢাকা শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫, ৪ঠা শ্রাবণ ১৪৩২


পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সঠিকভাবে প্রকাশিত হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়


২৩ আগস্ট ২০২২ ০৯:৪৯

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দেওয়া বক্তব্য কিছু মিডিয়ায় সঠিকভাবে প্রকাশিত হয়নি বলে এক সংবাদবিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে গণমাধ্যমে এ সংবাদবিজ্ঞপ্তি পাঠানো হয়।

এতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ইলেকশন নিয়ে কোনো কথা বলেনি। এমনকি ভারতে গিয়ে ইলেকশনে প্রধানমন্ত্রীকে টিকিয়ে রাখার জন্য কোনো সাহায্যের জন্য বলেনি।’তিনি স্থিতিশীলতার কথা বলেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদবিজ্ঞপ্তিতে আরও বলা হচ্ছে, কিছু মিডিয়া পররাষ্ট্রমন্ত্রীর উপরোক্ত বক্তব্যটি উল্লেখ না করে তা বিকৃতভাবে প্রচার করছে এবং তা হল ‘শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে হবে— ভারতে গিয়ে এমন কোনো কথা পররাষ্ট্রমন্ত্রী বলেননি।’

মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিকৃতভাবে উপস্থাপনের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক বলেও জানানো হয় সংবাদবিজ্ঞপ্তিতে