ঢাকা রবিবার, ৫ই মে ২০২৪, ২৩শে বৈশাখ ১৪৩১


“রাখে আল্লাহ মারে কে?” ষড়যন্ত্রকারীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী


২১ আগস্ট ২০২২ ২৩:৪৩

২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার কথা তুলে ধরে ষড়যন্ত্রকারীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “রাখে আল্লাহ মারে কে?” দেশের এমন কোনো জায়গা নাই যেখানে মৃত্যুর মুখোমুখি হয়েছি। তারপরও ফিরে এসেছি মানুষের কল্যাণ করার জন্য।

রোববার (২১ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

দেশের মানুষ যেন কষ্ট না পায়, সেজন্য দিনরাত কাজ করছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি সাধ্যমতো করে যাচ্ছি। যতক্ষণ নিঃশ্বাস আছে মানুষের জন্য কাজ করে যাবো।’সবার সহযোগিতা দরকার। সবাইকে কাজ করতে হবে। শুধু সমালোচনা করলে হবে না।

২১ আগস্টের গ্রেনেড হামলার সাথে বিএনপির প্রত্যক্ষভাবে জড়িত উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা চালানো হয়েছে।

এ সময় আবার ষড়যন্ত্র হতে পারে আশঙ্কা ব্যক্ত করে তিনি বলেন, দেশে জঙ্গিবাদের উত্থান যাতে না ঘটতে পারে সেজন্য সতর্ক থাকতে হবে।