ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত অভিমত: ওবায়দুল কাদের


২০ আগস্ট ২০২২ ০৮:৩৬

চট্টগ্রামে জন্মাষ্টমীর উৎসব উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের দেওয়া বক্তব্যে শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখার জন্য ভারতকে অনুরোধ করার কথাটি সরকারের বক্তব্য নয় বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,যিনি এ কথা বলেছেন তার ব্যক্তিগত অভিমত হতে পারে। এটা আমাদের সরকারেরও বক্তব্য নয়, দলেরও বক্তব্য নয়। অহেতুক কথা বলে সম্পর্ক নষ্ট করবেন না।

শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর পলাশী মোড়ে জন্মাষ্টমীর র‌্যালির উদ্বোধনকালে মন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। কিন্ত তাই বলে ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে অনুরোধ করবো এ ধরনের কোনো অনুরোধ আওয়ামী লীগ করে না, করেনি। শেখ হাসিনার সরকারের পক্ষ থেকেও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। আমাদের সমস্ত ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ। বাইরের কেউ ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না।

ভবিষ্যতেও টিকে থাকার আশা ব্যক্ত করে মন্ত্রী বলেন,আল্লাহর ইচ্ছা ও জনগণের সমর্থনে আওয়ামী লীগ টিকে আছে। যদি জনগণ চায় তাহলে ইনশাল্লাহ আমরা আবরও ভবিষ্যতে টিকে থাকবে।