ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু নয়: প্রধানমন্ত্রীর


১৯ আগস্ট ২০২২ ১৯:৩৬

‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান অধিকার ভোগ করবেন’-এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু সম্প্রদায়কে নিজেদের সংখ্যালঘু না ভাবার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘এ দেশের মাটিতে সকলের সমান অধিকার রয়েছে। তাই আমরা চাই যে, আমাদের সকল ধর্মের মানুষ নিজেদের সমান অধিকার নিয়ে বসবাস করবে।’

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৃহস্পতিবার (১৮ আগস্ট) জন্মাষ্টমী উদযাপন পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘হিন্দু সম্প্রদায়কে বলব, আপনারা এ দেশের মানুষ। নিজেদেরকে সংখ্যালঘু মনে না করে আপনারা মনে করবেন, আপনারা এই দেশেরই নাগরিক। তাই, সমানভাবে নাগরিক অধিকার আপনারা ভোগ করবেন এবং আমরাও সেভাবে আপনাদেরকে দেখতে চাই।’

তিনি আরও বলেন, ‘কখনো নিজেদের মনে কোনো হীনমন্যতা নিয়ে আসবেন না। কারণ, আপনারা যারা এ দেশের নাগরিক, তারা সবাই দেশের মালিক এবং নাগরিক হিসেবে সকলের সমান অধিকার আছে।’