মাদকের বিষাক্ততা থেকে পরিত্রাণের পথ দেখালেন ওসি আবুসালেহ

মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ও নারী শিশু পাচাররোধে বিভিন্ন রকম কর্মসূচী পালন করে চলছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। প্রচার মাইকিং লিফলেট বিতরণ খেলাধুলা এবং সভা সমাবেশের মাধ্যমে এলাকার মানুষকে সচেতন করতে বেনাপোল পোর্ট থানার এমন উদ্যোগকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছে। কর্মসূচীর আওতায় অনুষ্ঠিত হয় মত বিনিময় সভা।
সোমবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা মাদ্রাসা প্রাঙ্গনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার হাদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সভাপতি স্বাগতিক বক্তব্যে পর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ওসি আবুসালেহ মাসুদ করিম বলেন, মাদকের বিষাক্ততা থেকে আমাদের সমাজকে নিরাপদে রাখতে হবে।
এ লক্ষে পুলিশের পাশাপাশি এলাকার রাজনিতিবীদ, শিক্ষক, সাংবাদিক ও মসজিদের ইমাম গণ সহ সচেতন নাগরিকদের সহায়তা চাইলেন। অন্যান্যদের মধ্যে আরো যারা বক্তব্যে রাখলেন তারা হলেন আব্দুল গফ্ফার সরদ্দার সাবেক পুটখালী চেয়ারম্যান,আবুল হোসেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক বারোপোতা গ্রাম ও সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মোঃ সাহিদুল ইসলাম শাহীন।
এমএ