ঢাকা শনিবার, ১৮ই মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১


সেপ্টেম্বর থেকে দেশে আর লোডশেডিং থাকবে না : পরিকল্পনামন্ত্রী


১৭ আগস্ট ২০২২ ০২:৪৪

সেপ্টেম্বর মাস থেকে দেশে আর লোডশেডিং থাকবে না দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ।

তিনি বলেন, আমরা ঘরে ঘরে শতভাগ বিদ্যুৎ দিয়েছি, তাহলে কেন লোডশেডিংয়ের মধ্যে থাকবো?

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, লোডশেডিং নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। অনেকেই বলেছিলেন দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। দেশের পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে। রিজার্ভ নামছিল, আর এখন টেকসই অবস্থায়। রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। ঈদের পর বেশি রেমিট্যান্স পেয়েছি অনেক, ৩০ শতাংশ বেড়েছে। এক্সপোর্ট হাওয়া ভালো, এছাড়া রাজস্ব আদায়ও ভালো।