কতগুলো ইয়াবা সাথে থাকলে মৃত্যুদণ্ড, জেনে নিন

কারও কাছে ৫ গ্রামের বেশি ইয়াবা (এমফিটামিন) থাকলে সর্বোচ্চ শাস্তি মৃত্যু মৃত্যুদণ্ডের বিধান রেখে আসছে নতুন মাদক নিয়ন্ত্রণ আইন। মন্ত্রিসভা সে খসড়া আইনে নীতিগত অনুমোদনও দিয়েছে।
সোমবার (৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে আইনটির খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম গণমাধ্যমকর্মীদের জানান।
আইনে মাদক ছাড়া ধরা পড়লেও শাস্তির সুযোগ রাখা হয়েছে ডোপ টেস্ট করে। তবে এ ক্ষেত্রে সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান থাকছে না।
সচিবের দেয়া তথ্য অনুযায়ী কোন ব্যক্তি ৫ গ্রামের বেশি ইয়াবা বহন, সেবন, বিপণন, উৎপাদন, অর্থদাতা বা পৃষ্ঠপোষকতা করলে তাহলে তার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া যাবে।
তবে এর পরিমাণ পাঁচ গ্রামের নিচে হলে সর্বনিম্ন শাস্তি এক বছর এবং সর্বোচ্চ শাস্তি পাঁচ বছর কারাদণ্ড দেওয়া যাবে। এর সঙ্গে অর্থদণ্ডও করা যাবে। তবে এ আইনে অর্থের পরিমাণ উল্লেখ নেই বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তবে হিরোইন, শিশা বা কোকেনের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা হবে ২৫ গ্রামের বেশি বহন, সেবন, বিপনন করলে। যদি এর পরিমাণ ২৫ গ্রামের কম হয় তাহলে সর্বনিন্ম শাস্তি রাখা হয়েছে দুই বছর আর সর্বোচ্চ শাস্তি রাখা হয়েছে ১০ বছর। এর সঙ্গে অর্থদণ্ডও করা যাবে।
এসএ