ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


এসপি মিজানের সম্পদের খোজে ৩৪ প্রতিষ্ঠানে দুদকের চিঠি


৮ অক্টোবর ২০১৮ ০৫:১৬

পুলিশ সুপার মিজানুর রহমান ও তার স্ত্রী নীপা মিজানের সম্পদের খোজে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডসহ ৩৪টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৭ অক্টোবর) দুপুরে দুদকের সহকারি পরিচালক মো. ফারুক আহমেদ স্বাক্ষরিত চিঠি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পাঠানো হয়।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর প্রায় সাড়ে তিন কোটি টাকা টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তেজগাও থানায় মিজানুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ।

মিজানুর রহমানের নামে প্রায় ১কোটি ১৭ লাখ টাকা ও তার স্ত্রী নীপা মিজানের নামে ২ কোটি ৩২ লাখ টাকার অবৈধ সম্পদ রয়েছে বলে অনুসন্ধানে তথ্য পেয়েছে দুদক। তার অবৈধ সম্পদের বিষয়ে আরও বিস্তর তদন্ত চলবে বলে জানা গেছে।

এমএ