ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


খালেদার স্বাস্থ্য পরীক্ষা করলেন চিকিৎসকরা


৮ অক্টোবর ২০১৮ ০০:৪৬

ছবি সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন তাঁর জন্য গঠিত মেডিকেল বোর্ডের পাঁচ চিকিৎসক। রোববার বেলা সাড়ে এগারো টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে থাকা খালেদা জিয়ার কেবিনে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করেন তাঁরা। এ সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন রহমানও তাঁদের সঙ্গে ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে বেগম জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডে আছেন ফিজিক্যাল মেডিসিনের সহযোগী অধ্যাপক ডা.বদরুন্নেসা, ডা. সৈয়দ আতিকুল হক, ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী এবং ডা. নকুল কুমার দত্ত।

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার ফল ও চিকিৎসকদের প্রতিবেদন আজ দুপুরে সাংবাদিকদের সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

আরকেএইচ