ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


কত প্রজন্ম মুক্তিযোদ্ধা কোটা পাবে: ড. অজয় রায়


৭ অক্টোবর ২০১৮ ২২:০৫

পদার্থ বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. অজয় রায় বলেছেন, মুক্তিযোদ্ধা কোটা কত প্রজন্ম ধরে ভোগ করতে পারবে, তার একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন দরকার। সবার জন্য কোটা রাখার দরকার আছে বলে মনে করেন না এই শিক্ষাবিদ।

তিনি বলেছেন, বাংলাদেশের সূচনায় মুক্তিযোদ্ধাদের অবদান আমরা অস্বীকার করতে পারবো না। মুক্তিযোদ্ধাদের যে কোনো সুযোগ-সুবিধা প্রদান করা আমাদের দায়িত্ব। সেদিক থেকে বলা যায়, মুক্তিযোদ্ধা কোটা থাকা দরকার।

মুক্তিযোদ্ধা কোটা রাখার ক্ষেত্রে অবশ্যই সুবিবেচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। কারণ এ কোটা সুবিধা মুক্তিযোদ্ধাদের কত প্রজন্ম ভোগ করতে পারবে তার সুস্পষ্ট নীতিমালা দরকার।

ড. অজয় রায় আরো বলেন, দেশের নানা গ্রামাঞ্চলে এখনও শহুরে আভাস পৌঁছায়নি। তাদের অগ্রসরতার পথ সুগম করতে জেলা কোটার প্রয়োজনীয়তা রয়েছে। পার্বত্য অঞ্চলে যে ক্ষুদ্র ও নৃ-গোষ্ঠীর বাস, তাদের উন্নয়ন নিশ্চিত করতেও আদিবাসী কোটা থাকা উচিত।

এসএমএন