ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


মধুমতিতে নিখোঁজ যুবকের ভাসমান লাশ উদ্ধার


৭ অক্টোবর ২০১৮ ০৭:১০

মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে বৃহষ্পতিবার (৪ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত প্রাণ আপ বিহারী লাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগীতা দেখতে এসে ট্রলার ডুবিতে আলামিন (১৯) নামের এক যুবক নিখোঁজের ঘটনা ঘটে।

শনিবার সকালে নড়াইল লোহাগড়া থানার কালনা ঘাটের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা। কালনা ঘাটের চরের পাশে লাশ ভেসে উঠেছে। এমন সংবাদের ভিত্তিতে স্বজনরা ছুটে যান ভাষমান অলামিনের লাশের পাশে। সেখান থেকে লাশ উদ্ধার করে আনা হয় মহম্মদপুরের মধুমতী নদীর ঘাট এলাকায় থানার সামনে।

মৃত আলামিনের চাচাতো ভাই, আমিরুল জানান, চার ভাই বোনের মধ্যে আলামিন বড়। আগামী সপ্তাহে আলামিনের মালায়েশিয়ায় চাকুরির জন্য যাওয়ার কথা ছিল। আলামিন সাতার জানতো না বলেও তিনি জানান।

আলামিন মাগুরা সদরের শত্রুজিৎপুর এলাকার রূপদাহ গ্রামের দুলাল শেখের ছেলে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো: রবিউল হোসেন জানান, মৃতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মহম্মদপুর থানায় একটি অপমৃত্যূ মামলা হয়েছে।

এমএ