ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


ভুয়া প্রশ্নের ফাঁদে গেল কোটি টাকা


৭ অক্টোবর ২০১৮ ০৫:০৭

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মেডিকেলের ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। র‍্যাব জানায়, এ সময় তাদের কাছ থেকে ১ কোটি ২৪ লক্ষ ৫০ হাজার টাকার ১২ টা চেক জব্দ করা হয়।

শনিবার (৬ অক্টোবার) দুপুরে কাওরান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক কাইয়ুম জামান খান।

তিনি জানান, জালিয়াতি চক্রটি ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছে থেকে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করার কথা বলে। শিক্ষার্থীদের অভিভাবকদের থেকে অগ্রিম চেক ও নগদ টাকা গ্রহণ করে। পরীক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট, অভিভাবকদের ভোটার আইডি কার্ড জিম্মায় নেয়। তাদের থেকে হাতিয়ে নেই। তারা ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ ও জাতীয় অ্যাপস ব্যবহার করে ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে।

কাইয়ুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বিকাল ৫টা হতে আজ শনিবার বেলা ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করে রাজধানীর ফার্মগেট, মিরপুর, পান্থপথ, কল‍্যাণপুর এলাকা থেকে ভুয়া প্রশ্ন সরবারাহ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার কৃতরা হলেন, মহিদুল ইসলাম (২৬), সারওয়ার হোসেন (২৯), সাদ্দাম হোসেন (২৫), মাসুদ (৩০), উজ্জ্বল রবি (২৩)।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানা যায়, তারা বিভিন্ন কোচিং সেন্টারের সাথে সংশ্লিষ্ট এবং তারা মেডিকেল, ডেন্টাল সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে থাকে।

এসএ