গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

বিভিন্ন সাইট থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে। সেই ভিডিও ফুটেজে নিজেদের মত করে ভয়েজ দিয়ে একটি কুচক্রী মহল দেশে মধ্যে বিশৃঙ্খলা করার অপচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল র্যাব-১ পরিচালক সারওয়ার বিন কাশেম।
বুধবার (৬ অক্টোবর) দুপুর ২ টায় র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গতকাল মধ্যরাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন উত্তরা সেক্টর-১৪ আবাসিক এলাকা হতে সামাজিক মাধ্যম ও ইউটিউবে রাষ্ট্র বিরোধী গুজব ছড়ানোর অভিযোগে অনলাইন চ্যানেল এস কে টিভির এ্যাডমিনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১। গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুর হাজিগঞ্জের নূর আহমেদের ছেলে খালেদ বিন আহমেদ (৩০), চাঁদপুর ফরিদগঞ্জের নোমান দেওয়ানের ছেলে হিজবুল্লাহ (২১)।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা শিকার করেছেন খালিদ বিন আহমেদ ছিল এস কে টিভির এডমিন এবং হিজবুল্লাহ তার সহকারী হিসেবে কাজ করত। তাদের জামাত-শিবিরের সাথে সখ্যতা আছে বলে জানা যায়।
তিনি বলেন, তাদের প্রধান কাজ হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গের নামে কটুক্তি করা এবং টিভি ফুটেজ গুলো সংগ্রহ করে নিজের মতন করে ভয়েজ দিয়ে ইউটিউবে ছেড়ে দেওয়া। তাদের ইউটিউব চ্যানেলের ফলোয়ার ১০ লক্ষের বেশি। যা রিতিমতই প্রভাব বিস্তার করতে সক্ষম। তারা অল্প সময়ে অধিক অর্থের মালিক হয়। এটা তারা তাদের আর্থিকভাবে সচ্ছলতা, এজেন্ডা বাস্তবায়নে কাজ করত।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২টা মনিটর, একটি সিপিইউ, একটি ট্যাব, ২টি ভয়েস রেকর্ডার, একটি সিপিইউ এর পাওয়ার কেবল, একটি মাউস, দুটি কিবোর্ড, দুটি পাওয়ার অ্যাডাপ্টার কেবল, একটি হেডফোন, একটি সাউন্ড বক্স ও দুটি মোবাইল।
সাম্প্রতিক সময়ে দেশে কিছু কুচক্রী মহল জনজীবনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইউটিউব রাষ্ট্রীয় বিরোধী মিথ্যা তথ্য প্রকাশ করে দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সেটাকে দমন করার জন্য সর্বদা গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে।
এসএ