জাপার দু’পক্ষের তুমুল হট্রগোল, আহত ২০

বরগুনা-বরগুনা জেলা জাতীয় পার্টির দ্বী বার্ষিক সম্নেলনে কমিটি নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষ ২০ জন আহত হয়েছেন। শনিবার বেলা দু’টার দিকে বঙ্গবন্ধু কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আহতদের বরগুনা জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টায় সম্লেলন শুরু হয়ে দেড়টা নাগাদ উপস্থিত নেতৃবৃন্দের বক্তব্য’র মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হয়। সম্মেলনে উপস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যনের যুব বিষয়ক উপদেষ্টা অ্যড. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সচিব জাহাঙ্গীর হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, মো. হেলাল উদ্দীন ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান দুলাল উপস্থিত ছিলেন। প্রথম অধিবেশন শেষ হওয়ার পরপরই কেন্দ্রীয় নেতারা সভপাতি পদে হানিফ মাতবর ও মইনুল আহসান রাসেলকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।
ওই দু’জনের নাম ঘোষণা পরপরই মকবুল ও জলিল সমর্থকরা কেন্দ্রীয় নেতাদের সামনেই কমিটির বিরোধীতা শুরু করেন। এ নিয়ে তর্কের এক পর্যায়ে মকবুল-জলিল সমর্থকরা হানিফ ও রাসেল সমর্থকদের দিকে চেয়ার ছুড়তে শুরু করলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে যায়। সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্তনে আনতে চেষ্টা করেন। পরে খবর পেয়ে বরগুনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মোস্তফা আকন, হানিফ মুন্সি, জামাল আকন, নুরুল ইসলাম, আবদুস সালাম, নাসির উদ্দীন, মজিবর, সালাম সিকদারের নাম জানা গেছে। এদের মধ্যে আবদুস সালাম ও সারাম সিকদারকে বরগুনা জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আবদুস সালামকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিতৎসার পাঠানো হয়েছে।
জেলা জাতীয় পার্টির বরগুনা জেলার সদ্য বিলুপ্ত কমিটির আহবায়ক শাহজাহান মানছুর জানান, সম্লেলনের ব্যপারে আমরা কিছুই জানিনা, আমার অগোচরে একটি গ্রুপ অগঠনতান্ত্রিক প্রকৃয়ায় গোপনে এই কমিটি গঠন করেছে। সম্মেলনে জেলা বা উপজেলা অথবা অংগ সংগঠনের কেউ উপস্থিথ ছিলেন না। আমরা এ ব্যাপারে কেন্দ্রকে অবহিত করবো। আমরা এ ধরনের অগঠনতান্ত্রিক সম্মেলন ও কমিটি কিছুতেই মেনে নেবোনা। যুগ্ম আহবায়ক মকবুল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
জাতীয় পার্টির নব নির্বাচিত সভাপতি হানিফ মাতবর বলেন, সম্পুর্ন গঠনতান্ত্রিক প্রকৃয়ায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনটি বানচালে যারা ব্যর্থ প্রচেষ্টা করেছে তাদের এমন কর্মকান্ডের নিন্দা জানাই। আমরা আশা করি কেন্দ্রীয় নেতারা এ ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত নেবেন।
সম্লেলনে উপস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যনের যুব বিষয়ক উপদেষ্টা অ্যড. রেজাউল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, আমরা কেন্দ্রীয় নির্দেশনামতে বরগুনা জেলা জাতীয় পার্টির সম্লেলনে অংশ নিয়ে কমিটি ঘোষনা করেছি। কমিটির ঘোষনা পর সম্মেলনস্থল ত্যাগ করার পর শুনেছি সেখানে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। আমরা খোঁজ নিয়ে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেবো।
এমএ