খালেদার নতুন ঠিকানা বঙ্গবন্ধু মেডিকেল

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। শনিবার (০৬ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক এমএম জলিল চৌধুরীকে প্রধান করে এ টিম গঠন করা হয়।
টিমের অন্য সদস্যরা হলেন, রিমোটলোজি বিভাগের অধ্যাপক সৈয়দ আতিকুল হক, কার্ডিওলোজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সজল কৃষ্ণ ব্যানার্জী, অর্থোপেডিক বিভাগের সাবেক চেয়ারম্যান নুকুল কুমার দত্ত ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক বদরুন্নেসা।
চিকিৎসাধীন অবস্থায় বেগম জিয়াকে ৬১১ নম্বর ভিভিআইপি কেবিনে রাখা হবে। এই মেডিকেল টিমের সঙ্গে ডা. মামুনসহ তিনজন তার ব্যক্তিগত পছন্দের চিকিৎসক থাকবেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালের কেবিন ব্লকের ছয়তলার ৬১২ নম্বর কক্ষটি ডিলাক্স কেবিন নামে পরিচিত। শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনটির ভেতরে দুটি খাট, টিভি ও অ্যাটাচড বাথরুম রয়েছে। কক্ষের পাশেই রয়েছে এক সেট সোফা।
এছাড়া এটির ভেতরে রয়েছে কলিং বেল, রোগীর প্রয়োজনে এর মাধ্যমে নার্স বা অন্য কাউকে ডাকতে পারেন। খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হচ্ছে শুনে ৬১১ ও ৬১২ কেবিনটি ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে বলে জানান হাসপাতাল কতৃপক্ষ।
বিএসএমএমইউর পরিচালক বলেন, উনাকে আজকেই আনা হবে বলে কারা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। আমরাও প্রস্তুতি নিয়ে রেখেছি।
শনিবার (০৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসার জন্য তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
আইএমটি