খালেদাকে বিকালে হাসপাতালে নেওয়া হবে

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন জানিয়েছেন, বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া কে বিকেল ৩ টার চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে। সেখানে তার পছন্দের ব্যক্তিগত তিনজন চিকিৎসক তাঁকে চিকিৎসা দেবেন।
এরইমধ্যে কারাগারের সামনে ফায়ার সার্ভিসের একটি গাড়ি অবস্থান করছে।
কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিএসএমএমইউতে চিকিৎসার জন্য কেবিন ব্লকের একটি কেবিন তৈরি রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
অন্যদিকে, জেল সুপার ইকবাল কবির চৌধুরী বেলা ১১টার দিকে জেলখানার ভেতরে প্রবেশ করেন। এর কিছু সময় পরই কয়েকজন নারী কারারক্ষীকে কারাগারের ভেতরে প্রবেশ করতে দেখা যায়।
এসএসএন