ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


উত্তরায় চাঁদাবাজির টাকাসহ ২ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার


৬ অক্টোবর ২০১৮ ০৬:৩৭

রাজধানীর উত্তরায় চাঁদাবাজির ৫০ হাজার টাকাসহ হাতে নাতে দুই ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আফসানা আহমেদ মিতু (২৭) ও শাহিন আলম (৩২)।

উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক দেলোয়ার হোসেন শুক্রবার (৫ অক্টোবর) দুপুরে নতুনসময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৪ অক্টোবর) তাদেরকে উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ নম্বর রোড থেকে চাঁদাবাজির সময় তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে চাঁদাবাজির ৫০ হাজার টাকা ও ছিনতাইকৃত ১২ কার্টন গার্মেন্টেসের সুতা জব্দ করা হয়। পরবর্তীতে শুক্রবার বেলা ১১টার দিকে আদালতে পাঠায় পুলিশ।

চাঁদাবাজি প্রসঙ্গে মিরাজ শেখ নতুনসময়কে বলেন, ‘গাজীপুরের চন্দ্রা এলাকা গত গত সোমবার (০১ অক্টোবর) থেকে গার্মেন্টেসের ১২ কার্টুন সুতা নিয়ে উত্তরার দিকে আসার পথে টঙ্গী স্টেশন রোড এলাকায় মিতু ও শাহিন নামের দুই জন রিকশার গতিরোধ করে। পরে নিজেদের সাংবাদিক সাংবাদিক পরিচয় দিয়ে মালামালগুলো আটক রেখে ২ লাখ টাকা দাবি করেন।’

তিনি আরো বলেন, ‘পরের দিন মঙ্গলবার মুঠোফোনে তারা আবারও টাকা দাবি করে। কথাবার্তার একপর্যায়ে তারা ৫০ হাজার টাকার বিনিময়ে মালগুলো দিয়ে দেওয়ার শর্তে রাজি হয়। এরপর বৃহস্পতিবার তাদেরকে উত্তরা ৯ নম্বর সেক্টরে টাকাদেওয়ার সময় হাতেনাতে টাকাসহ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।’

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার নতুনসময়কে বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে মিতু ও শাহিন নামের দুই ভুয়া সাংবাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে চাঁদাবাজির ৫০ হাজার টাকা ও ছিনতাইকৃত ১২ কার্টন সুতা জব্দ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় পরস্পর যোগসাজসে অন্যায়ভাবে প্রতারণা পূর্বক আত্মসাৎ ও চাঁদাবাজির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ০৮ (০৮.১০.২০১৮)। পরবর্তীতে উক্ত মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

এমএ