এমপিপুত্র রনির রায় হবে না আজ

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলায় বৃহস্পতিবার (০৪ অক্টোবর) রায় ঘোষণার দিন ধার্য থাকলেও আসামী আওয়ামী লীগ দলীয় এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির মোবাইল কললিষ্ট একক্সিভিট না হওয়ায় রায় পেছানো হবে।
ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ মাকসুদ এ তথ্য জানায়।
মোহাম্মাদ মাকসুদ জানান, মামলাটিতে বখতিয়ার আলম রনির মোবাইল কললিষ্ট জব্দ করা হয়। তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্য দেওয়ার সময় কললিষ্টের কথা উল্লেখও করেছেন। তবে তা একক্সিভিট করা হয়নি। তাই তদন্ত কর্মকর্তাকে রি-কল করে কললিষ্ট এক্সিভিটপূর্বক রায়ের দিন ধার্যের আবেদন করা হয়েছে।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর মামলাটির যুক্তিতর্কের শুনানি শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. মঞ্জুরুল ঈমাম ৪ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন।
এর আগেও গত ৮ মে মামলাটিতে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু ওইদিন বিচারক স্বপ্রনোতি হয়ে রায় ঘোষণার তারিখ বাতিল করে পুনরায় যুক্তি উপস্থাপনের দিন ধার্য করেন।
পরে ওই আদালতের বিরুদ্ধে আসামী পক্ষের বদলি মিস মামলার পরিপ্রেক্ষিতে মামলাটি দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আসে।
মামলাটির বিচারকালীন সময় আদালত ৩৭ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন। ২০১৭ সালের ২৯ অক্টোবর আসামি রনি আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবী করেন।
আইএমটি