ঢাকা শনিবার, ২৩শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২


যুদ্ধের জন্য নয়, সমুদ্রসীমা রক্ষায় শক্তিশালী করা হচ্ছে নৌবাহিনীকে


৫ নভেম্বর ২০২০ ২০:৫৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কারো সাথে যুদ্ধ করতে চায় না। কিন্তু আক্রান্ত হলে তা মোকাবেলার সামর্থ্য অর্জন করতে চায়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নৌ বাহিনীর ৫টি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে তিনি একথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, শুধু সমুদ্রসীমা রক্ষা না, সমুদ্রের সম্পদ যাতে আহরণ ও ব্যবহার করা যায়, সেটাই সরকারের লক্ষ্য। নৌবাহিনী তথা স্বশস্ত্রবাহিনীকে আধুনিক করে তুলতে নেয়া হচ্ছে বাস্তবসম্মত পদক্ষেপ।