ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২


বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এমদাদুল বারী আর নেই


৮ সেপ্টেম্বর ২০২০ ২১:৪১

গণপরিষদের সাবেক সদস্য, ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক জেলা প্রশাসক, প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার সিএমএইচ হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর।

আজ মঙ্গলবার সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার পিটিআই স্কুল মাঠ ও গ্রামের বাড়ি জেলার আখাউড়ার রানীখার গ্রামে তার জানাজা হবে। তিনি তিন মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।