৫০ হাজার শিক্ষক কর্মচারী পাচ্ছেন বকেয়া ভাতা

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রায় ৫০ হাজার শিক্ষক-কর্মচারী ‘অবসর’ ও ‘কল্যাণ’ ভাতা পাচ্ছেন। ২০১৭ সালের জুন পর্যন্ত অবসরপ্রাপ্ত আবেদনকারীরা এ সুবিধা পাবেন।
সরকারের সর্বশেষ অষ্টম জাতীয় বেতন স্কেল অনুযায়ী কল্যাণ ট্রাস্টের এ ভাতার সুবিধা দেয়া হবে। পুরনো স্কেলে পাবেন অবসর সুবিধা বোর্ডের আবেদনকারীরা। এ সংক্রান্ত সরকারের গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয় এ সিদ্ধান্ত নিয়েছে। এই সুবিধা দিতে সরকারের ব্যয় হবে ৭৫৭ কোটি টাকা। এর মধ্যে ৫০০ কোটি টাকা দেবে অর্থ মন্ত্রণালয় এবং ২৫৭ কোটি টাকা দেবে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ প্রস্তাব বাস্তবায়নের জন্য অর্থ সচিব এবং শিক্ষা সচিবকে পত্র দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
জানতে চাইলে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, সরকার মনে করছে বকেয়া পাওনা থাকা উচিত নয়। তাই বকেয়া পাওনা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। সরকারের অর্ডারে আছে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুবিধার কথা। সরকার এখন এটি পরিশোধ করবে।
সূত্র মতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্তের প্রেক্ষাপটে অর্থ মন্ত্রণালয় এ খাতে ৫০০ কোটি টাকা ছাড়ের উদ্যোগ নিয়েছে। মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ভাতা দেয়ার বিষয়টি নীতিগতভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থ বরাদ্দের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
আরকেএইচ