ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


বিশিষ্ট সুরকার ও জনপ্রিয় সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর মৃত্যুতে মেয়র আতিকের শোক


১০ আগস্ট ২০২০ ১৮:১৫

ছবি সংগৃহীত

দেশের স্বনামধন্য সংগীত পরিচালক ও বিশিষ্ট সুরকার আলাউদ্দিন আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো: আতিকুল ইসলাম।

মেয়র আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় মেয়র বলেন, আলাউদ্দিন আলী ছিলেন সুরের জাদুকর, তার সুর করা একাধিক গান আজও মানুষের মুখে মুখে শোনা যায়, তার একেকটি গানের সুর যেন জীবনেরই গল্প বলে যায়। আর এজন্যই তার অমর সুরগুলো টিকে থাকবে হাজার বছর ধরে।

তার অসাধারন কাজের স্বীকৃতি হিসাবে তিনি ৮বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। মেয়র বলেন, আলাউদ্দিন আলীর মতো গুনি মানুষের অভাব পূরণ হবার নয়। বাংলা গান ও চলচিত্র আজ এক উজ্জ্বল নক্ষত্র হারালো।

বাংলা চলচ্চিত্রে এ কালজয়ী সুরকারের অবদান এ দেশর চলচ্চিত্র ও সংগীতপ্রেমীরা চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে।