ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


গত ২৪ ঘণ্টায় দেশে নতুন আক্রান্ত ২৪৮৭, মৃত্যু ৩৪


৯ আগস্ট ২০২০ ২১:২০

চীনের উহান শহর থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বাংলাদেশেও সংক্রমণ শুরু করেছে। ইতোমধ্যে দেশের ৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ৩৪ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মারা গেল ৩৩৯৯ জন।

এছাড়া এই ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২৪৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনাক্রান্তের সংখ্যা ২,৫৭,৬০০ জন। গত ২৪ ঘণ্টায় ১০,৭৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ রবিবার (৯ আগস্ট) দুপুর আড়াইটায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে অনলাইন মিডিয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়।