ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


হাতিরঝিলে কাঁঠাল গাছে ঝুলন্ত মরদেহ


৫ আগস্ট ২০২০ ০০:৫৭

রাজধানীর হাতিরঝিলে সড়কের পাশের একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে পানির ট্যাংকি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

হাতিরঝিল থানার এসআই খন্দকার সেলিম শাহরিয়ার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪৫ বছর হতে পারে। তিনি বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর বিষয়ে বিস্তারিত বলা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।