ঢাকা মঙ্গলবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৫, ১লা আশ্বিন ১৪৩২


ঈদযাত্রায় ভোগান্তি, দুঃখ প্রকাশ করলেন সেতুমন্ত্রী


১ আগস্ট ২০২০ ২২:২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মানুষের মুখে হাঁসি ফোটাতে প্রধানমন্ত্রী প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী যেন সুস্থ্যতার সাথে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন সেজন্য সকলকে পাশে থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। পরে প্রধানমন্ত্রীর জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি।

আজ শনিবার (১ আগস্ট) সকালে নিজ বাসভবনে ব্রিফিংয়ে তিনি সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যে সকল ঘরমুখো মানুষ ভোগান্তিতে পড়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।

এসময়, করোনায় সম্মুখসারির লড়াইয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের গভীর শ্রদ্ধা জানান। একইসাথে সকলকে সংক্রমণ রোধে সর্বোচ্চ সচেতনতা প্রদর্শনেরও আহ্বান জানান এই মন্ত্রী।