ঢাকা সোমবার, ৬ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১


ভাষাসৈনিক এম এ রকীব আর নেই


২৬ জুন ২০২০ ২১:৪৭

নওগাঁর প্রবীন রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষাসৈনিক স্বাধীনতা উত্তর নওগাঁ পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান এম এ রকীব বৃহস্পতিবার রাত ১২টা ৫০মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। শহরের চকদেবপাড়ার শরিষাহাটীর মোড়ে তাঁর নিজস্ব বাসভবন দিন মঞ্জিলে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৩ বছর। তিনি ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এমএ রকীব এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। তাঁর বাবা তাহের উদ্দিন পেশায় ম্যাজিস্ট্রেট ছিলেন। ১৯২৯ সালে ফরিদপুরে তাঁর জন্ম। তিনি ন্যাশনাল আওয়ামী পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন।

শুক্রবার বাদ জুম্মা নওগাঁ নওযোয়ান মাঠে জানাজা নামাজের পর নওগাঁ কেন্দ্রীয় গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে নওগাঁ জেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করছে।