জঞ্জাল পরিষ্কার করতে তথ্য অধিকার আইন: ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, জঞ্জাল পরিষ্কার, গণতন্ত্র মজবুত, জবাবদিহি ও অংশগ্রহণমূলক করতে এই তথ্য অধিকার আইন করা হয়েছে।
রোববার (৩০ সেপ্টেম্বর) সকালে ১১ টায় জাতীয় শিল্পকলা একাডেমীতে তথ্য কমিশনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০১৮ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এর আগে সকল আইন রাষ্ট্র ও জনগণের উপর প্রয়োগ করতো কিন্তু এখন জনগণ রাষ্ট্রের উপর প্রয়োগ করে বলে মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, তথ্য অধিকারের উৎস সংবিধানের ৭ ও ৩৯ ধারা থেকে আসে। সেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কোনটা তথ্য আর কোনটা তথ্য নয় সেটা বলা আছে। এখন জনগণের সকল বিষয় তথ্য জানার অধিকার আছে।
তিনি বলেন, জনগণ, রাজনীতিবিদ ও সাংবাদিকরা এমন সব মন্তব্য করে যেন সব তথ্যই তথ্য কিন্তু সেটা তথ্য নয়।
ইনু বলেন, তথ্য অধিকার আইন সকল আইনের উপর প্রাধান্য বিস্তার করবে। যে আইনি থাকুক না কেন দেশে তথ্য অধিকার আইন আসলে। সেটাই প্রাধান্য পাবে। তাই আমি বলবো, "রাইটস অফ অল রাইটস" সব অধিকারের বড় অধিকার তথ্য অধিকার আইন।
তিনি আরো বলেন, তথ্য অধিকার আইনের ৭ ধারায় ২০টা বিধি নিষেধ উল্লেখ আছে। কোন তথ্য প্রকাশ করতে পারবেন এবং কোনটা পারবেন না। সেখানে বলা আছে রাষ্ট্রের নিরাপত্তা, ব্যক্তি জীবনের নিরাপত্তা, ধর্মীয় সংস্কৃতির নিরাপত্তা, উস্কানি এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন সব তথ্য প্রকাশ করা যাবে না। মিথ্যাচার বা গুজব অথবা অপপ্রচার বলে গণ্য হয় এমন কিছু প্রচার করলে তথ্য অধিকার আইনে আমরা তাদের রক্ষা করতে পারবো না।
প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তথ্য সচিব আবদুল মালেক, নির্বাহী পরিচালক শাহিনা আনাম, তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার, তথ্য কমিশনার এনডিসি সুরাইয়া বেগম, বিচারপ্রতি মমতাজ উদ্দিন প্রমুখ।
আইএমটি