ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


১৩ বছর পর বাবার কাছে মেয়ে


২৯ সেপ্টেম্বর ২০১৮ ২২:০৪

মাত্র ৯ বছর বয়সে হারিয়ে যাওয়া মেয়েকে দীর্ঘ ১৩ বছর পর খুঁজে পেলেন হতভাগ্য বাবা চাঁদপুরের জেলে সাত্তার ছৈয়াল।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাতে মেয়েকে মণিকে বাবার হাতে তুলে দেন চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, ৮ সন্তান নিয়ে হতদরিদ্র জেলে সাত্তার ছৈয়াল চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় বসবাস করতেন। আর্থিক অভাব-অনটনের কারণে আদরের মেয়ের ভালো থাকার আশায় নার্গিস আক্তার মণিকে ঢাকার এক ধনী পরিবারের হাতে তুলে দেন। সেসময় তার বয়স ছিল ৯ বছর। কিন্তু মাস পেরোতে না পেরোতেই মণির ওপর নির্যাতন শুরু করে পরিবারটি। নির্যাতন সইতে না পেরে অবশেষে মণি এক রাতে সবার অজান্তেই ওই বাড়ি থেকে পালিয়ে যায়।

এরপর দীর্ঘ ১৩ বছর পর পরিবারের কাছে ফিরে আসল মনি।

আইএমটি