ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


ডিজিটাল আইন কন্ঠরোধ নয়: প্রধানমন্ত্রী


২৯ সেপ্টেম্বর ২০১৮ ২০:২০

ছবি সংগৃহীত

সাইবার অপরাধকে সারা দুনিয়ার একটা বড় সমস্যা হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “সাইবার ক্রাইম এখন বিশ্বব্যাপি প্রধান সমস্যা বলে মনে হচ্ছে। সন্ত্রাস-জঙ্গিবাদের পরেই সাইবার ক্রাইমটা এসে গেছে। আমাদের এই সমাজটাকে সুন্দর করে সাঁজাতে তো গণমাধ্যমের দায়িত্ব আছে। কাজেই এটা কোনো কণ্ঠ রোধ করা না।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে সংবাদ সল্মেলনে তিনি এসব কথা বলেন।

১৯ সেপ্টেম্বর জাতীয় সংসদে পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে তিনি বলেন, এই বিলটি পাস হওয়ার পরই সাংবাদিকদের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিন্তু, “ডিজিটাল আইনে আপনারা একটা দিকই দেখছেন; সাংবাদিকের কণ্ঠরোধ। এখানে সাংবাদিকের তো কন্ঠরোধ নয়।

অন্যান্য দেশে এই ধরণের আইনে কি আছে- তা দেখে সাংবাদিকদের ক্ষোভ প্রকাশ করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সংসদে উত্থাপিত ডিজিটাল নিরাপত্তা বিলের ৩২ ধারা নিয়ে সাংবাদিকদের বড় বেশি আপত্তি ছিল। ওই ধারার ফলে প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী সাংবাদিকতার পথ রুদ্ধ হবে বলে মনে করছেন সাংবাদিকরা। সংসদীয় কমিটিতেও বিষয়টি নিয়ে আপত্তি জানায় তারা।

রোহিঙ্গা নিয়ে ভারত এবং চীনের অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী তিনি বলেন, রোহিঙ্গাদের ব্যাপারে আন্তর্জাতিক মহল এগিয়ে এসেছে। ভারত তো তাদের ঘরবাড়ি তৈরি করে দিচ্ছে। চীনও এগিয়ে এসেছে।
তাদের ফেরত নেওয়ার ব্যাপাবর বিভিন্ন ভাবে মিয়ানমরাকে তারাও চাপ দিচ্ছে। প্রত্যেক দেশের নিজস্ব কাজ করার একটা নীতি থাকে বা ভঙ্গি থাকে। এটা নেগেটিভলি দেখলে চলবে না।”

রাশিয়াও তাদের নিজেদের মতো করে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।

এসএমএন