ঢাকা শুক্রবার, ২রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২


পর্যটন কর্পোরেশন গঠন করেন বঙ্গবন্ধু: শাহজাহান


২৯ সেপ্টেম্বর ২০১৮ ০২:০৮

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ৭ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০১৮ উদ্বোধন ঘোষণা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, এ.কে.এম শাহজাহান কামাল। এ সময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পর্যটন শিল্পকে জাতির সামনে তুলে ধরতে স্বাধীনতার পরে তিনিই সর্বপ্রথম পর্যটন কর্পোরেশন গঠন করেন।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বসুন্ধরা সিটি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে পর্যটন বিচিত্রার আয়োজনে, বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান ৭ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০১৮ অংশগ্রহণকারী সকল দেশ এবং বিভিন্ন সহযোগী কোম্পানিগুলোর প্রতি আন্তরিক ভাবে ধন্যবাদ জানান।

এ সময় তিনি রোহিঙ্গাদের কে নিয়ে বলেন, ১০ লক্ষ রোহিঙ্গাকে আমাদের দেশে সুপরিকল্পিতভাবে ঢুকিয়ে দিয়েছে। যাদেরকে এখন আমরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি।

ঢাকায় ৭ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার-২০১৮ আজ (২৮ সেপ্টেম্বর) শুরু হয়ে এ মেলা চলবে (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে কুড়িল বিশ্ব রোড থেকে মেলার ভেন্যু পর্যন্ত ফ্রি শার্টেল বাস সার্ভিসের ব্যবস্থা রয়েছে। যাহা প্রতিদিন সকাল ১১টা - বিকাল ৪টা ও সন্ধ্যা ৭টা - ৮টা পর্যন্ত প্রতি ঘণ্টায় নিয়মিত যাতায়াত করবে।

এশিয়ান ট্যুরিজম ফেয়ার এর আহ্বায়ক ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল বলেন, এবারের মেলায় ১২০টি স্টলে অংশগ্রহণ করবে বাংলাদেশ সহ ভারত, নেপাল, চায়না, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুরের বিভিন্ন পর্যটন সংস্থা। আসন্ন পর্যটন মৌসুমে দেশ ও বিদেশে বেড়ানোর বিভিন্ন আকর্ষণীয় ভ্রমণ অফার, হোটেল, রিসোর্ট বা প্যাকেজ বুকিং সহ বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল শপ, থিমপার্কসহ বিনোদনের আরো অনেক প্রতিষ্ঠান।

তিনি আরো বলেন, মেলায় বৈচিত্র্যময় আয়োজন থাকবে বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স এর আয়োজনে পর্যটন বিষয়ক সেমিনার, শিশুদের জন্য “নদীমাতৃক বাংলাদেশ” শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা। টেকসই পর্যটন বিষয়ে আলোচনার পাশাপাশি থাকবে বিজনেস টু বিজনেস মিটিং।

মেলায় আজ ও আগামীকাল বিকেলে রয়েছে বাংলাদেশ, ফিলিপাইন্স ও ইন্দোনেশিয়ার পর্যটন বিষয়ক প্রেজেন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলার মাধ্যমে পর্যটন শিল্পের একটি পুর্ণাঙ্গ চিত্র দর্শনার্থীদের মাঝে তুলে ধরা হবে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, আখতারুজ জামান খান কবির বলেন, এবারের ৭ম এশিয়ান ট্যুরিজম ফেয়ার বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য বিষয়ের আলোকে পরিকল্পনা করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য- অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে মেলায় প্রবেশের ফ্রি এন্ট্রি টিকেট প্রদান, অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ, মেলায় অনলাইনে ভ্রমণ প্যাকেজ ও টিকিট বুকিং এর ব্যবস্থা রয়েছে।

আজকে মেলার ১ম দিন (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টায়। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও a2i এর যৌথ উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হবে। এবারের বিশ্ব পর্যটন দিবসের প্রতিবাদ্য “Tourism and the digital transformation” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদের সেক্রেটারি এন এম জিয়াউল আলম উপস্থিত থাকবেন।সেমিনারের সভাপতিত্ব করবেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, আখতারুজ জামান খান কবির।

জিয়াউল হক হাওলাদারের সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ জামান খান কবির, ঢাকাস্থ ফিলিপিন্স দূতাবাসের রাষ্ট্রদূত ভিসিনেট ভিভিনসিও টি বান্ডিলো, ইন্দোনেশিয়ান রাষ্ট্রদূত মিসেস রিনা পি. সওইমারনো সহ পর্যটন শিল্পের নেতৃবৃন্দ।

আইএমটি