ঢাকা শনিবার, ৪ঠা মে ২০২৪, ২২শে বৈশাখ ১৪৩১


আইইডিসিআর’র ৬ জন করোনায় আক্রান্ত, কোয়ারেন্টাইনে ফ্লোরা


১৭ এপ্রিল ২০২০ ১৯:২০

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এর ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা কোয়ারেন্টাইনে রয়েছেন। দেশের কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের একাধিক সূত্রের বরাত নিয়ম এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয় রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চার টেকনোলজিস্টসহ ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে চারজন মহাখালীর সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ছয়জনের করোনা পজেটিভ আসার পর আইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরারও পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তারপরও তিনি ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারন্টোইনে যাওয়ার সিদ্ধান্ত নেন। দেশে এখন পর্যন্ত ১ হাজার ২৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে এক চিকিৎসকসহ ৫০ জন মারা গেছেন।