ঢাকা মঙ্গলবার, ১৪ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


বিআইটিআইডিতে হাসপাতালে আরো ৯৬০টি কিট এসেছে


১৫ এপ্রিল ২০২০ ২০:৪৩

করোনাভাইরাস শনাক্তের প্রথম ধাপের স্ক্রিনিংয়ের জন্য ৯৬০টি স্ক্রিনিং কিট বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) হাসপাতালে এসেছে । রাতে ঢাকা থেকে ফৌজদার হাট বিআইটিআইডি হাসপাতালে এসব কিট আসে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন আইইডিসির পক্ষ থেকে পাঠানো কিটগুলো বিশেষ যত্নসহকারে আনা হয়। বিআইটিআইডি হাসপাতালে কিট নিয়ে কোন রকম সম্যসা নেই। পযার্প্ত পরিমান কিট আছে হাসপাতালটিতে।

বিআইটিআইডি হাসাপাতালের পরিচালক ডা. এম এম হাসান বলেন, আমরা নতুন করে আরো ৯৬০পিচ করোনাভাইরাস শনাক্তকরনের কিট পেয়েছি। আামাদের কিটের কোন সম্যসা নেই।আমাদের কিট শেষ হওয়ার আগে আমরা ঢাকা থেকে কিট আনার ব্যবস্থা করেছি। হাসপাতালটিতে ভবিষ্যৎে কিটের কোন সম্যসা হবে না।